মাস্ক নিশ্চিতে গ্রামে গ্রামে থাকবে কমিটি

মাস্ক পরতে উদ্বুদ্ধ করার সব প্রচেষ্টা শেষে এবার গ্রামে গ্রামে কমিটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ জুলাই) কঠোর বিধিনিষেধের বিষয়ে সচিবালয়ে উচ্চপর্যায়ের বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গ্রামে গ্রামে কমিটি করার বিষয়টি জানান।

তিনি বলেন, বেশিরভাগ মানুষ মাস্ক পরতে চান না। এটা নিশ্চিত করতে এলাকায় এলাকায় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীদের সমন্বয়ে কমিটি করা হবে। তারা মাস্ক পরতে উদ্বুদ্ধ সবাইকে করবেন, মাস্কের প্রয়োজনীয়তা বুঝাবেন।

মন্ত্রী বলেন, সবকিছু আইন করে নিশ্চিত হবে না, কিছু বিষয়ে মোটিভেশন দরকার। এজন্য কমিটির কথা ভাবা হয়েছে।