জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৬তম অধিবেশনের উচ্চ পর্যায়ের সাধারণ আলোচনায় বাংলায় ভাষণ দিচ্ছেন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে বারোটায় এ ভাষণ শুরু হয়।

প্রধানমন্ত্রীর ভাষণে রোহিঙ্গা, জলবায়ু পরিবর্তন এবং কোভিড-১৯ পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়ে গুরুত্ব দিয়ে বক্তব্য রাখছেন। ভাষণে তিনি টেকসই উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও অসমতা দূরীকরণের বিষয়গুলো গুরুত্ব দিয়ে তুলে ধরেন।

উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর এটি বাংলা ভাষায় দেওয়া ১৮তম ভাষণ।

বাংলাদেশ সময় শনিবার (২৫ সেপ্টেম্বর) রাত সোয়া বারোটায় এ ভাষণ শেষ হয়।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে স্থানীয় সময় গত রবিবার বিকালে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছান।