উদ্যোগ নিয়েও সরকারি প্রতিষ্ঠানগুলোকে শেয়ার বাজারে আনতে পারিনি: অর্থমন্ত্রী

সরকারি ২৬ প্রতিষ্ঠানকে শেয়ার বাজারে আনার বিষয়ে একবার উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু তখন পারিনি ‑ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (২৭ অক্টোবর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, বিভিন্ন কারণেই আমরা উদ্যোগ নেওয়ার পরেও সরকারি ২৬ প্রতিষ্ঠানকে শেয়ার বাজারে আনতে পারিনি। বাজারে যখন কোনও ভালো শেয়ার থাকে না তখন মার্কেট একদিকে বেশি চলে যায়। সারাবিশ্বে এটি হয়। সেজন্য এমন সমস্যা থাকলে সরকার বাজেট দিয়ে বাজার ভারসাম্য রাখে। সেজন্য আমরা উদ্যোগটি নিয়েছিলাম। দেখা গেলো যে ­‑ আমাদের মার্কেটে যে পরিমাণ শেয়ার থাকা দরকার ছিলো সেটি আছে। সেজন্য সরকারকে আর সেই কাজ করতে হয়নি বলেও জানান তিনি।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, শেয়ার বাজারে লাভের পাশাপাশি ঝুঁকির বিষয়টিও মাথায় রাখতে হবে। সারা বিশ্বেই শেয়ার বাজার একইভাবে নিয়ন্ত্রণ করা হয়। লাভের জন্য আপনি আসবেন, কিন্তু ঝুঁকির বিষয়টিও আপনার মাথায় রাখতে হবে।

অর্থমন্ত্রী বলেন, কেউ যদি অনেক লাভের জন্য কোনও কিছু চিন্তা না করেই বিনিয়োগ করেন তাহলে তো হবে না। বাজারেরও তো একটি ভিত্তি আছে, সেটা হলো অর্থনীতি। তাই অর্থনীতি যতো শক্তিশালী হবে ততই শেয়ার বাজার শক্তিশালী হবে। অন্য কোনওকিছু দিয়ে এটিকে প্রভাবিত করার সুযোগ নেই। সবাই বুঝে-শুনে বাজারে আসবেন। বাজারে দৈনিক লেনদেন হচ্ছে। দৈনিক ওঠা-নামা করছে। সুতরাং এটা অনেক বেশি সেনসিটিভ।