X
বুধবার, ০৯ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২

শেয়ার মার্কেট সংস্কারে বিদেশ থেকে বিশেষজ্ঞ আনার নির্দেশ প্রধান উপদেষ্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২৫, ১৬:২৩আপডেট : ১১ মে ২০২৫, ১৬:২৭

শেয়ার মার্কেট সংস্কার কাজে বিদেশ থেকে বিশেষজ্ঞদল আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। রবিবার (১১ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শেয়ার বাজার সংশ্লিষ্টদের সঙ্গে এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

বৈঠক শেষে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ উপস্থিত ছিলেন।  

প্রেস সচিব শফিকুল আলম বলেন, আজ প্রধান উপদেষ্টার সঙ্গে শেয়ার মার্কেট সংশ্লিষ্টদের খুব গুরুত্বপূর্ণ একটা বৈঠক ছিল। বৈঠকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশি যেসব কোম্পানিতে সরকারের শেয়ার আছে যেমন- ইউনিলিভার, তাদের যাতে খুব দ্রুত শেয়ার বাজারে অন্তর্ভুক্ত করা হয় সেই নির্দেশনা দেওয়া হয়। বাংলাদেশে অনেক বেসরকারি প্রতিষ্ঠান আছে যাদের বার্ষিক টার্নওভার ২-৩ বিলিয়ন ডলার, তাদের অনেক বড় বড় ভেঞ্চার আছে, তাদের যাতে স্টক মার্কেটে আনা যায়, সেই নির্দেশনা দেওয়া হয়েছে। সে জন্য কী ধরনের প্রণোদনা দেওয়া যায়, সেটি শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানকে বলা হয়েছে। সিটি গ্রুপ, মেঘনা গ্রুপের মতো কোম্পানিকে কীভাবে শেয়ার বাজারে আনা যায়, সেটার কথা বলা হয়েছে।

তিনি বলেন,  শেয়ার মার্কেটে স্বার্থান্বেষী লোক অনেক আছে। আমরা সংস্কার কাজ হাতে নিলেও অনেক সময় কাজ করতে চায় না বা এরা এই সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। এ জন্য শেয়ার বাজারে খুব গভীরভাবে সংস্কার করা যায়, সে জন্য বিদেশি বিশেষজ্ঞ আনতে বলেছেন প্রধান উপদেষ্টা। তারা এসে পুরো তিন মাসে এই সংস্কার বাস্তবায়ন করবেন।

প্রেস সচিব বলেন, আমাদের স্টক মার্কেট সংশ্লিষ্ট যেসব এজেন্সি আছে বা অফিস আছে, এখানে অনেক ধরনের দুর্নীতি আছে। প্রধান উপদেষ্টা বলেছেন, যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে, খুব দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। যাতে শেয়ার বাজারে একটা বার্তা পৌছায় যে কোনও ধরনের অনিয়ম বরদাশত করা হবে। বাংলাদেশে যত বড় বড় কোম্পানি আছে তারা ব্যংকগুলো থেকে ঋণ নেয়, এটাকে নিরুৎসাহিত করে ঋণ না নিয়ে কীভাবে বন্ড ইস্যু করে স্টক মার্কেটের মাধ্যমে তারা তাদের অর্থায়ন সংগ্রহ করতে পারে, সেই বিষয়ে বলা হয়েছে। আলোচনা খুবই প্রাণবন্ত হয়েছে। প্রধান উপদেষ্টা পুরোটা শুনেছেন। আমরা আশা করছি, খুব দ্রুত স্টক মার্কেটে পরিষ্কার সংস্কার দেখতে পারবো।’       

 

/এসও/আরকে/
সম্পর্কিত
৭৫ জন জুলাইযোদ্ধার বিদেশে চিকিৎসা খরচ ৭৮ কোটি ৫২ লাখ টাকা
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপরে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা
ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
সর্বশেষ খবর
স্বাস্থ্যসেবাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও রোগীকেন্দ্রিক করার পরামর্শ
স্বাস্থ্যসেবাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও রোগীকেন্দ্রিক করার পরামর্শ
শাহজালালে এপিবিএনের হাতে ৮৯৬ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুই চোরাকারবারি গ্রেফতার
শাহজালালে এপিবিএনের হাতে ৮৯৬ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুই চোরাকারবারি গ্রেফতার
যুক্তরাষ্ট্রে ৫০ শতাংশ শুল্কের মুখে বাংলাদেশি পণ্য, রফতানিতে ধসের আশঙ্কা
যুক্তরাষ্ট্রে ৫০ শতাংশ শুল্কের মুখে বাংলাদেশি পণ্য, রফতানিতে ধসের আশঙ্কা
শুল্ক কার্যকরে আগস্টের সময়সীমা পেছাবে না: ট্রাম্প
শুল্ক কার্যকরে আগস্টের সময়সীমা পেছাবে না: ট্রাম্প
সর্বাধিক পঠিত
৩ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
৩ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
‘সুড়ঙ্গ’, ‘দাগি’, ‘তাণ্ডব’ পেরিয়ে ‘দম’
‘সুড়ঙ্গ’, ‘দাগি’, ‘তাণ্ডব’ পেরিয়ে ‘দম’
ভেঙে ফেলা হচ্ছে ‘বিজয় চত্বর’, হবে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’
ভেঙে ফেলা হচ্ছে ‘বিজয় চত্বর’, হবে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’
ফারজানা রুপা ও শাকিলকে গ্রেফতারের বিষয়ে জাতিসংঘকে ব্যাখ্যা দিয়েছে সরকার
ফারজানা রুপা ও শাকিলকে গ্রেফতারের বিষয়ে জাতিসংঘকে ব্যাখ্যা দিয়েছে সরকার
মিয়ানমারের বিরল খনিজ ঘিরে চীনের হুমকি
মিয়ানমারের বিরল খনিজ ঘিরে চীনের হুমকি