বাংলাদেশি শ্রমিকদের জন্য দরজা খুললো দক্ষিণ কোরিয়া

করোনা পরিস্থিতির কারণে গত বছরের জুন থেকে বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ ছিল দক্ষিণ কোরিয়ার পথ। সেটা আবার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং-গুন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদকে তার কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান।

দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রদূত লি বাংলাদেশ সরকারকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানান।

ইমরান আহমেদ কোরীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রমিকদের কোরিয়ায় প্রবেশ সুষ্ঠু ও সফলভাবে পরিচালনার জন্য কোরীয় কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতারও আশ্বাস দেন তিনি।

কোরিয়া সরকার ২০০৮ সাল থেকে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (ইপিএস)-এর আওতায় বাংলাদেশসহ ১৬টি দেশের প্রবাসী শ্রমিক নিয়োগ দিয়েছে এবং প্রতি বছর ‍দুই-তিন হাজার বাংলাদেশি শ্রমিক এই কর্মসূচির আওতায় উপকৃত হচ্ছেন।

বর্তমানে এই ব্যবস্থার অধীনে কোরিয়ায় প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশি কর্মী আছে। মহামারির আগে ছিল ১০ হাজারেরও বেশি।