‘বেশিরভাগ জনগোষ্ঠী টিকার আওতায় আসার আগে বুস্টার ডোজ নয়’

করোনার টিকার বুস্টার ডোজ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশের বেশির ভাগ জনগোষ্ঠীকে টিকা দেওয়ার পর বুস্টার ডোজের বিষয়ে আলোচনা করা হবে।’

সোমবার (১৫ নভেম্বর) রাজধানীর মহাখালী বিসিপিএস মিলনায়তনে টিকা বহনের জন্য ফ্রিজার ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিককের প্রশ্নের জবাবে একথা জানান।

বুস্টার ডোজ নয়ে অনেক আলোচনা হচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু এখনও বিশ্বব্যাপী বুস্টার ডোজ দেওয়ার নির্দেশনা দেয়নি। আমরা আমাদের যখন একটা বড় অংশ টিকার আওতায় চলে আসবে, তখন আমরা এটা চিন্তা করবো।

আপাতত দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, বিশেষ করে বয়স্কদের টিকা দেওয়ার বিষয়ে চিন্তা করা হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সেটা হওয়ার পর আমাদের দেশেও এই কার্যক্রম কোনও এক সময় চালু করতে পারবো। কিন্তু বেশিরভাগ জনগোষ্ঠী টিকার আওতায় আসার পর, তার আগে অবশ্যই নয়।'