সেই কৃষকই তো বেশি মর্যাদা পাওয়ার যোগ্য: প্রধানমন্ত্রী

কোনও কাজকেই ছোট করে দেখা উচিত নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শ্রমের মর্যাদার শিক্ষাটা আমাদের ছেলেমেয়েদের দিতে হবে। অনেক সময় কৃষকের ছেলে বড় অফিসার হলে বাবার পরিচয় দিতে চায় না। মাথার ঘাম পায়ে ফেলে যে বাবা তাকে পড়ালো, সেই বাবাই তো বেশি মর্যাদা পাওয়ার যোগ্য।’

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রাথমিক ও মাধ্যমিকের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন এবং এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘উচ্চশিক্ষিত হয়ে একটা ফুলপ্যান্ট পরে অনেকেই মনে করে তার আর মাঠে নামার দরকার নেই। মাঠে নামতে চাই না। এটা একটা মানসিক দৈন্যতা। এ দেশের মানুষের মধ্যে এই প্রবণতা থাক, এটা আমরা চাই না।’

সরকারপ্রধান বলেন, ‘যারা অসচ্ছল, তাদের আমরা বৃত্তি দিচ্ছি। মাদ্রাসাতেও ভোকেশনাল ট্রেনিং দিচ্ছি। আমরা সারাদেশে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছি।’

প্রধানমন্ত্রী ফল পাওয়া শিক্ষার্থী, তাদের শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানান। তিনি বলেন, ‘করোনার কারণে প্রতিষ্ঠানে ঠিকমতো ক্লাস নেওয়া সম্ভব হয়নি। তবে এবার ভালোভাবে লেখাপড়া করবে। পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। অভিভাকদের আমি অনুরোধ করবো, তাদের আপনারা সহযোগিতা করবেন।’

বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘আমরা শিশুদের পুষ্টির বিষয়ে সচেতন করার ওপর গুরুত্ব দিচ্ছি। অভিভাবক ও শিক্ষকরাও নজর রাখবেন, তারা যেন পুষ্টি বিষয়ে খেয়াল রাখে। শিক্ষার্থীদের ধমক না দিয়ে দেখতে হবে তারা কেন পারছে না এবং তাদের সেই অনুযায়ী শেখাতে হবে। শিক্ষকদের মানসিক শিক্ষা ব্যাপারে ট্রেনিং দেওয়া হচ্ছে। অনেক শিক্ষার্থী ধমক দিলে ভয় পায়, তাদের সঙ্গে তাদের অবস্থা জেনে কথা বলতে হবে।’

তিনি বলেন, ‘বাচ্চারা যাতে সবার সঙ্গে মিশে চলতে পারে, সেভাবেই শিক্ষা দিতে হবে। সেভাবেই সবাইকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ থাকছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের টিকা দিচ্ছি। টিকা নেওয়ার ক্ষেত্রে অনেকের মধ্যে অনীহা দেখা দিচ্ছে। সবাইকে কিন্তু ভ্যাকসিন নিতে হবে। কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে গ্রাম পর্যায়ে নিয়ে টিকা দেওয়া হবে। শুধু পরিবারের অভিভাবক না, সবাইকে টিকা নেওয়ার ব্যবস্থা করতে হবে।’ 

শেখ হাসিনা আরও বলেন, ‘সবাইকে সব কাজ করতে হবে। পুরুষকেও ঘরের কাজে নারীকে সহযোগিতা করতে হবে।’

আরও পড়ুন...

নতুন বই হাতে পাওয়ার আনন্দটাই আলাদা: প্রধানমন্ত্রী