এমপিরা আমাকে পানি খাইয়ে দিয়েছে: আইনমন্ত্রী

সংসদে নির্বাচন কমিশন গঠনের আইন পাস হওয়ার সময় দীর্ঘ বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় পিপাসা পেলে পানি পানের ইচ্ছা প্রকাশ করেন। পরে স্পিকারের অনুমতি নিয়ে তিনি রসিকতা করে বলেন, ‘সংসদ সদস্যরা অনেকদিন পর তাকে পানি খাইয়ে দিয়েছে।’

বৃহস্পতিবার ‘প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ সংসদে পাসের সময় জাতীয় পার্টি, বিএনপি, জাসদ, ওয়ার্কার্স পার্টি ও গণফোরামের সংসদ সদস্যের বিভিন্ন সমালোচনার জবাব দেন আইনমন্ত্রী।

বিলটির ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবে বিরোধী সংসদ সদস্যরা বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করেন।

জবাব দিতে উঠে আধঘণ্টার বেশি বক্তব্য দেন আইনমন্ত্রী। এক পর্যায়ে আইনমন্ত্রী বলেন, আমাকে পানি খেতে হবে।

এর কিছু পরে সংসদ কক্ষের কর্মচারী তাকে পানি এনে দেন।

স্পিকারের অনুমতি নিয়ে পানি পান করে রসিকতা করে আনিসুল হক বলেন, অনেকদিন পর এমপিরা আমাকে পানি খাইয়ে দিয়েছেন। এসময় সংসদ কক্ষে হাসির রোল ওঠে।

পরে মন্ত্রী আরও একবার বলেন, আমি আগেই বলেছি এমপিরা আমাকে পানি খাইয়ে দিয়েছেন।