ইউক্রেনে আটকে পড়া নাবিকরা নিরাপদে আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকা পড়া বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র নাবিকরা নিরাপদ জায়গায় অবস্থান করছেন। বৃহস্পতিবার (৩ মার্চ) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এই তথ্য জানিয়েছেন। 

শাহরিয়ার আলম এক ভিডিও বার্তায় বলেন, ‘আটকে থাকা ২৮ জন নাবিককে আমরা সেফ জোনে নিয়েছি। তারা নিরাপদে আছেন এবং সহকর্মী থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ বহন করছেন।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী যোগ করেন, ‘আমরা খুব দ্রুত তাদের পোল্যান্ডের ওয়ারশোতে নিয়ে আসার চেষ্টা করছি। এরপর আমরা দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে ফেরানোর ব্যবস্থা নিতে পারবো।’

ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের একটি জানাজা ওয়ারশো শহরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। 

বুধবার ইউক্রেনের অলভিয়া বন্দরে বাংলাদেশি পণ্যবাহী ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলায় নৌযানটির তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান আরিফ নিহত হন। তার গ্রামের বাড়িতে এখন শোকের মাতম। 

বিএসসির জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের অলিভিয়া বন্দরে পৌঁছায়। ওইদিন থেকে দেশটিতে রাশিয়ার হামলা শুরু হলে বন্দরের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়।