ব্রিটিশ মিউজিয়ামে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

ব্রিটিশ মিউজিয়ামে প্রথমবারের মতো বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। লন্ডন বার অব ক্যামডেন কাউন্সিলের সঙ্গে যৌথভাবে বাংলাদেশ হাইকমিশন এই অনুষ্ঠানের আয়োজন করে।

লন্ডন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই অনুষ্ঠানে লন্ডনের মেয়র সাদিক খান বলেন, ‘ব্রিটিশ জনগণ ও যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির মানুষ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্বপক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।’

লন্ডনে বাংলাদেশি কমিউনিটি বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখছেন জানিয়ে মেয়র বলেন, ‘আমাদের দুই দেশের মধ্যে মহান সম্পর্কের ক্ষেত্রে আজও তারা সবিশেষ ভূমিকা পালন করে চলেছেন।’

অনুষ্ঠানে ব্রিটিশ মিউজিয়ামের পরিচালক হার্টউইগ ফিশার বলেন, ‘যুক্তরাজ্যের এক নম্বর পর্যটন আকর্ষণ ব্রিটিশ মিউজিয়ামে বাংলাদেশের ৫০ বছর উদযাপনের অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমরা সম্মানিত। এই মিউজিয়ামে বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শন প্রদর্শন করা হচ্ছে এবং ভবিষ্যতে বাংলাদেশ থেকে সমসাময়িক শিল্প ও অন্যান্য নিদর্শন সংগ্রহ করা হবে।’

আমাদের জাতীয় পতাকার রঙ লাল-সবুজে আলোকিত ব্রিটিশ মিউজিয়ামে আয়োজিত উৎসবমুখর অনুষ্ঠানে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, ‘পঞ্চাশ বছর আগে বাংলাদেশের মানুষ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে রক্তের বিনিময়ে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্যারিশম্যাটিক নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেছে।’

ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘১৯৭১ সালে যুক্তরাজ্য প্রবাসী দেশপ্রেমী বাংলাদেশিরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্বপক্ষে বিদেশে অদম্য ফ্রন্ট গড়ে তুলেছিলেন।’