বাজারে পণ্যের যথেষ্ট পরিমাণ মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বর্তমানে বাজারে পণ্যের যথেষ্ট পরিমাণ মজুত আছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘যে পরিমাণ পণ্য মজুদ আছে, তাতে আসছে রমজানে খাদ্যপণ্যের কোনও সমস্যা হবে না। শুধু ব্যবসায়ীরা যদি পণ্য মজুত করে না রাখে।’

সোমবার (১৪ মার্চ) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘বিশ্বভোক্তা অধিকার দিবস’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন টিপু মুনশি।

তিনি বলেন, ‘অবৈধ মজুত মনিটরিংয়ের জন্য কাজ বাণিজ্য মন্ত্রণালয়, যাতে সরবরাহের ঘাটতি না হয়।’ কেউ যেন বেশি পণ্য কিনে মজুত না করেন, সেজন্যও অনুরোধ জানান মন্ত্রী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ভোক্তা অধিকার দিবসে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’। মন্ত্রী বলেন, ‘আমাদের দেশেও যাতে ডিজিটাল পদ্ধতিতে ভোক্তা অধিকার সংরক্ষণ, উন্নয়ন, ভোক্তা অধিকার বিরোধী কার্য প্রতিরোধসহ ক্ষতিগ্রস্ত ভোক্তাকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা।’

এসময় আমদানি পর্যায়ে ভোজ্য তেলের ভ্যাট কমানোর বিষয়েও কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ভোজ্যতেলের আমদানি পর্যায়ে ভ্যাট ১৫ থেকে ১০ শতাংশ কমিয়ে ৫ শতাংশ রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।’

তিনি বলেন, ‘এই মুহূর্তে জিনিসপত্রের দাম কমানোর উপায় একটাই সেটা হলো টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি করা। সেটার জন্য চেষ্টা করছে সরকার। রমজানে ১ কোটি মানুষকে টিসিবির আওতায় আনা হবে।’