পরিত্যক্ত সম্পত্তি বাড়ি আইন-২০২২ এর চূড়ান্ত অনুমোদন

পরিত্যক্ত সম্পত্তি বাড়ি আইন-২০২২ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৪ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এই আইনের আলোকে আদালতের রায়ে যদি যুদ্ধাপরাধী ঘোষিত ব্যক্তির বাড়ি সম্পত্তি জব্দের নির্দেশনা দেওয়া হয় তাহলে তা পরিত্যক্ত সম্পত্তি হিসেবে গণ্য হবে।