জাহাজের বাতিঘর মাশুল টনপ্রতি ১০ টাকা নির্ধারণ

নৌপথে বাতিঘর মাশুল টনপ্রতি ৫ টাকার পরিবর্তে ১০ টাকা হারে নির্ধারণ করেছে সরকার।

সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ লুৎফর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ বাতিঘর আইন, ২০২০’ এর ধারা ৯(১) এ দেওয়া ক্ষমতাবলে ধারা ১১-এ উল্লিখিত বিধানাবলীর ভিত্তিতে জাহাজের বাতিঘর মাশুল নিট টনেজ প্রতি ৫ টাকার পরিবর্তে ১০ টাকা হারে নির্ধারণ করা হলো।’

‘বাংলাদেশ বাতিঘর আইন, ২০২০’ এর ৯(১) ধারায় বলা হয়েছে, ‘বাংলাদেশের বন্দরে আগত এবং প্রত্যাগত ও এক বন্দর হইতে অন্য বন্দরে যাতায়াতের নিমিত্ত জাহাজসমূহকে পথ প্রদর্শনের সুবিধার্থে বাতিঘরের সেবা-সুবিধা প্রদানের জন্য নৌবাণিজ্য দফতর, সরকারের পূর্বানুমোদনক্রমে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, প্রত্যেক আগমন ও প্রত্যাগমনকারী জাহাজের জন্য সময় সময়, বাতিঘরের মাশুল নির্ধারণ এবং সেই অনুযায়ী মাশুল সংগ্রহ করিতে পারিবে।’

নির্ধারিত নিট টনেজের ভিত্তিতে বাতিঘর মাশুল নির্ধারণ করতে হবে বলে আইনের ১১ ধারায় বলা হয়েছে। একই সঙ্গে এ ধারায় টনেজ নির্ধারণের বিষয়ে উল্লেখ করা হয়েছে।