মালয়েশিয়া প্রশিক্ষণে যাচ্ছে ইসির চার কর্মকর্তা

ওয়েব এপ্লিকেশন ফায়ারওয়াল নিয়ে প্রশিক্ষণ নিতে মালয়েশিয়ার কুয়ালালামপুর যাচ্ছেন নির্বাচন কমিশন সচিবালয়ের (ইসি) চার কর্মকর্তা। আগামী ১৯ মে থেকে ২৩ মে পর্যন্ত এই সফর হবে।

ইসি’র এ সংক্রান্ত সরকারি আদেশে (জিও) বলা হয়েছে, এই প্রশিক্ষণের সব খরচ বহন করবে এক্সপ্রেস সিস্টেম লিমিটেড (ইএসএল) নামের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি ইসিকে এ সংক্রান্ত সেবা দেয়।

জানতে চাইলে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বাংলা ট্রিবিউনকে বলেন, ইএসএল নির্বাচন কমিশনের কর্মকর্তাদের এ বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আনার কথা। এটি গত অর্থবছরে হওয়ার কথা ছিল। করোনাভাইরাসের সংক্রমণের কারণে তখন এটি করা হয়নি। এই সফরের সঙ্গে নির্বাচন কমিশন বা সরকারের কোনও আর্থিক সংশ্লেষ নেই। আর এই প্রশিক্ষণটি না হলে এই অর্থও নির্বাচন কমিশন পাবে না।

প্রশিক্ষণ ব্যয়ও আগেই প্রদান করা হয়েছে বলে তিনি জানান।