দেশের অর্থনীতি ভালো অবস্থানে: শিল্পমন্ত্রী

বাংলাদেশের অর্থনীতি ‘ভালো অবস্থানে’ রয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেছেন, চলমান রাশিয়া- ইউক্রেনের যুদ্ধের প্রভাব সারাবিশ্বেই পড়েছে। তারপরও আমাদের অর্থনীতি ভালো অবস্থানে আছে। যা আমাদের জন্য গর্বের বিষয়।

রবিবার (২৯ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) আয়োজিত জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার-২০২০ ট্রফি ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনুষ্ঠানে শিল্পমন্ত্রী জানিয়েছেন, ব্যবসায়ীরা অনেক শিক্ষিত। তারা দেশের আইকনিক ব্যক্তিত্ব। দেশের অর্থনীতিতে তাদের অনেক বড় অবদান রয়েছে।

শিল্পমন্ত্রী বলেন, গ্লোবাল ইকোনমিতে দেশের ব্যবসায়ীদের রিকমেন্ডেশন দরকার। আমাদের কোথায় কাজ করতে হবে তা আপনারা ধরিয়ে দেবেন।

শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।