‘শিবচরে হচ্ছে স্মরণকালের বৃহত্তম জনসভা’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের দিন মাদারীপুরের শিবচরের ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরিঘাটে স্মরণকালের বৃহত্তম জনসভা হবে। শিমুলিয়া প্রান্তে সুধী সমাবেশ হবে। সেখানে প্রধানমন্ত্রী ব্রিফিং দেবেন।’

রবিবার (১২ জুন) সন্ধ্যার পর শিবচরের বাংলাবাজার ঘাটে জনসভার স্থল ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরিঘাট পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু বাঙালির সক্ষমতার সেতু। পদ্মা সেতু শেখ হাসিনার কমিটমেন্ট (প্রতিশ্রুতি)। এই সেতুর জন্য তিনি পারিবারিকভাবেও অপমানিত হয়েছেন। পদ্মা সেতু শেখ হাসিনার স্বপ্ন।’

মন্ত্রী আরও বলেন, ‘উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী ওপারেও (মুন্সীগঞ্জের মাওয়া ঘাটে) সুধী সমাবেশ করবেন। তবে এই পাড়ের জনসভাটিই মূল সভা। বেলা ১১টা থেকেই জনসভায় সবাই উপস্থিত থাকবেন।’

এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।