ভারতে গিয়ে এমন কোনও কথা বলিনি: পররাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে হবে— ভারতে গিয়ে এমন কোনও কথা বলেননি বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘আমাকে যে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, আমি তার ধারেকাছেও নেই।’

সোমবার (২২ আগস্ট) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন দাবি করেন। এর আগে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাকে যে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, আমি তার ধারেকাছেও নেই।...এটি ডাহা মিথ্যা। নির্বাচন নিয়ে কোনও কথা বলিনি।

তাহলে কী বলেছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গ্লোবাল কনটেক্সটে যে অস্থিতিশীল অবস্থা তার পরিপ্রেক্ষিতে স্থিতিশীলতার কথা বলেছি।’ এসময় অন্য কোনও প্রশ্নের জবাব না দিয়েই স্থান ত্যাগ করেন তিনি।