প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু

সাম্প্রতিক ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টা ৮ মিনিটে তার সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হয়। প্রথমেই তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেবেন প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গত ৫ সেপ্টেম্বর চার দিনের সরকারি সফরে দিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক ও একান্ত বৈঠক করেন। বৈঠকে নিরাপত্তা সহযোগিতা, বিনিয়োগ, বাণিজ্য সম্পর্ক, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সহযোগিতা, অভিন্ন নদীর পানিবণ্টন, পানিসম্পদ ব্যবস্থাপনা, মাদক চোরাচালান ও মানবপাচার রোধ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি সমঝোতা স্মারক সই হয়। স্মারক সই শেষে দুই প্রধানমন্ত্রী যৌথ বিবৃতি দেন।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপ-রাষ্ট্রপতি জাগদীপ ধনখারের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের উন্নয়নমন্ত্রী জি কিষান রেড্ডি, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং নোবেল বিজয়ী কৈলাশ সত্যার্থী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন। ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী সফর শেষ করে দেশে ফিরে আসেন।

আরও পড়ুন- 

সাত সমঝোতা স্মারক সই: আরও গতি আসবে ভারত-বাংলাদেশ সুদৃঢ় সম্পর্কে

আমাদের দুঃখে ইন্ডিয়া সবসময় পাশে থাকে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ভারতের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী: মোদি

৫৪টি নদী দুই দেশের মানুষের জীবিকার সঙ্গে যুক্ত: মোদি

বাংলাদেশ ও ভারতের মধ্যে ৭ সমঝোতা চুক্তি সই

হিন্দিতে প্রধানমন্ত্রী বললেন, ‘ম্যাঁয় হামেশা আভারি হু’

ভারত সফর আমার জন্য সবসময় আনন্দের: প্রধানমন্ত্রী

ভারতের সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

নিজামুদ্দিনের দরগা জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সীমান্তে কাঁটাতার নির্মাণে কাজ করবে বাংলাদেশ-ভারত

দিল্লি সফরে সাড়া ফেললো শেখ হাসিনার ‘জামদানি কূটনীতি’

বাংলাদেশ-ভারত সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বের ঊর্ধ্বে: প্রধানমন্ত্রী

ঢাকা চায় তিস্তা চুক্তি, দিল্লির দাবি ফেনী নদীর পানি

ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে ব্যাপক বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধী

বাংলাদেশে বিদ্যুৎ রফতানি করতে চান ভারতীয় ধনকুবের আদানি

এই সম্মান পেয়েছেন খুব কম রাষ্ট্রনেতাই