‘আফ্রিকার সম্ভাবনা কাজে লাগাতে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে’

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, আফ্রিকায় সম্ভাবনা আছে। কিন্তু এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে বেসরকারি খাতকে আরও  এগিয়ে আসতে হবে।

রবিবার (১৩ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস (বিআইআইএসএস) আয়োজিত ‘আফ্রিকায় নতুন সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন।

পররাষ্ট্র সচিব বলেন, ‘আমি ব্যবসায়ীদের কাছে শুনি, তারা দুবাই বা যুক্তরাষ্ট্র বা ইউরোপে যাচ্ছে। কিন্তু তারা বলে না যে, তারা আফ্রিকায় যাচ্ছে।’

তিনি জানান, আমরা বেসরকারি খাতের সঙ্গে আলাদাভাবে আলোচনা করছি। তাদেরও বিভিন্ন বাধা রয়েছে। যেমন- বাংলাদেশ ব্যাংকের কিছু নিয়ম আছে, বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে। এটাও ভেবে দেখা দরকার।

আফ্রিকার দেশগুলোর স্পর্শকাতরতা বিবেচনায় নিতে হবে জানিয়ে মাসুদ বিন মোমেন বলেন, ‘আফ্রিকার দেশগুলোর আইনি বিষয়ের সঙ্গে পরিচিত হতে হবে। একইসঙ্গে এখানকার বেসরকারি খাতকে আরও উৎসাহিত করতে হবে।’

তিনি বলেন, ‘আফ্রিকার সম্ভাবনা কাজে লাগাতে হলে কিছু কাঠামোর প্রয়োজন আছে। এরজন্য সমঝোতা স্মারক সই করতে হবে। আইনি কাঠামো এবং বেসরকারি খাতের নিরাপত্তাসহ আরও অনেক বিষয় রয়েছে। এগুলোর জন্য আমরা কাজ করছি।’