কূটনীতিক পাড়ায় বাড়তি নিরাপত্তার কারণ দেখছে না সরকার

১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে বিভিন্ন মহল। তবে বিষয়টি নিয়ে চিন্তিত নয় সরকার এবং এজন্য কূটনীতিক পাড়ায় বাড়তি নিরাপত্তার কোনও কারণও দেখছে না।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ‘আমাদের এ বিষয়ে চিন্তার কোনও কারণ নেই। আমরা মনে করি না এটি নিয়ে বিরাট কোনও কিছু হবে। এটি নিয়ে আমরা চিন্তিত নই।’

যুক্তরাজ্যের ট্রাভেল অ্যাডভাইজরি প্রসঙ্গে তিনি বলেন, ‘যুক্তরাজ্যের ঢং আগে কম ছিল। এখন বেড়ে গেছে মনে হয়।’

উল্লেখ্য, ১০ ডিসেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা করে যুক্তরাজ্য ব্রিটিশ নাগরিকদের চলাফেরায় সাবধান হওয়ার অনুরোধ জানিয়েছে।