আবারও বাংলাদেশে দূতাবাস খুললো আর্জেন্টিনা

৪৫ বছর পর আবারও বাংলাদেশে দূতাবাস খুলেছে আর্জেন্টিনা। সোমবার (২৭ ফেব্রুয়ারি) ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী সান্টিয়াগো ক্যাফিয়েরো ও বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম দূতাবাস উদ্বোধন করেন।

একইদিন সকালে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকে হয়। এর আগে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেন দুই মন্ত্রী। সেগুলো হচ্ছে দুইদেশের ফুটবল সহযোগিতা, ভিসা ওয়েভার ও দুইদেশের পররাষ্ট্র একাডেমির মধ্যে সহযোগিতা।

সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘৪৫ বছর পরে তারা তাদের দূতাবাস এখানে চালু করেছে। স্বাধীনতার পরে তারা দূতাবাসে খুলেছিল, যেটি পরে বন্ধ হয়ে যায়।’

বহুপাক্ষিক বিষয়ে আর্জেন্টিনা সবসময় আমাদের সহায়তা করে থাকে জানিয়ে তিনি জানান যে আমরা আশা করব দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বাড়বে। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সাথে একটি বড় প্রতিনিধি দল এসেছে এবং তারা এখানকার ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছে।

ল্যাটিন আমেরিকার বাণিজ্যিক জোট মারকেশরের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে আর্জেন্টিনা এবং সেই জোটে ঢোকার জন্য বাংলাদেশ ইতোমধ্যে আবেদন করেছে বলে জানান আব্দুল মোমেন।

তিনি বলেন, আমরা অত্যন্ত আনন্দিত তিনি এসেছেন এবং এখানে দূতাবাস খুলেছেন। এটা আমাদের দায়-দায়িত্ব হবে তাদের দেশে একটি দূতাবাস খোলা।