জরুরি খবর দ্রুত পৌঁছে দিতে বাংলা ট্রিবিউনের প্রচেষ্টা প্রশংসনীয়: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘বাংলা ট্রিবিউন দশ বছরে পদার্পণ করছে জেনে আমি আনন্দিত হয়েছি। নবম প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভলগ্নে গণমাধ্যমটির কর্তৃপক্ষ, পাঠক, সাংবাদিক, শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে স্পিকার আরও বলেন, ‘সংসদীয় গণতন্ত্রের চর্চা ও বিকাশে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বর্তমান বিশ্বে দ্রুততম সময়ে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রচারে বিশেষ গুরুত্ব বহন করছে অনলাইন সংবাদপত্র। প্রতিষ্ঠালগ্ন থেকে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বাংলা ট্রিবিউন উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কর্তৃক দূরদর্শী পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের ফলশ্রুতিতে বাংলাদেশে ডিজিটাল টেকনোলজি ক্রমেই সহজলভ্য হচ্ছে। আর সেই সঙ্গে অনলাইন সংবাদমাধ্যমের পাঠক ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। অবাধ তথ্যপ্রবাহের যুগে জরুরি সংবাদটি সাধারণ মানুষের কাছে দ্রুততম সময়ে পৌঁছে দিতে বাংলা ট্রিবিউনের প্রচেষ্টা প্রশংসনীয়।’

করোনা অতিমারি ও বৈশ্বিক অর্থনীতির সংকটকালে সাংবাদিকতার চ্যালেঞ্জ বেড়েছে বহুগুণ উল্লেখ করে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলা ট্রিবিউন তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। জাতীয় সমৃদ্ধি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সহযোগী হিসেবে দেশের অন্যতম শীর্ষ এই নিউজপোর্টালটি কাজ করে যাবে বলে আমার বিশ্বাস।’
 
বাণীতে বাংলা ট্রিবিউনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন স্পিকার।