এ্যানি আদালতে মিথ্যা অভিযোগ করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আদালতে দাঁড়িয়ে তাকে নির্যাতন করা হয়েছে বলে যে বক্তব্য দিয়েছিলেন সেটিকে অসত্য দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী বলেন, এগুলো অসত্য। তার দরজাও ভাঙা হয়নি। কোর্টকে আকৃষ্ট করার জন্যই এই কথাগুলো বলা হয়েছিল।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর)  সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের বকুলতলায় আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।  বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় শরৎ উৎসবের আয়োজন করেছে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

অ্যানির গ্রেফতার প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপি নেতা অ্যানির বাড়ি লক্ষ্মীপুরে। সেখানে দুইটি মামলায় তার ওয়ারেন্ট হয়েছিল। তিনি সেটা জানতেন। এরপর ঢাকা থেকেও একটা মামলা হয়েছে। সেটাও তিনি জানতেন। যারা এজাহারভুক্ত আসামি বা যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে যায় তারা কিন্তু কোর্টে গিয়ে জামিন নিয়ে নেন। তারও উচিত ছিল এটা করা। এ্যানী সাহেব জামিন না নেওয়াতে পুলিশ তাকে ধরতে যায়। এটা পুলিশের কর্তব্য।

মন্ত্রী বলেন, তাকে বলা হয়েছিল, দরজাটা খুলে দেওয়ার জন্য। তার আত্মীয়-স্বজনও তাকে সেটা বলেছে। কিন্তু সে দরজা না খোলাতে দরজাটা একটু জোর করে ধাক্কা দিয়ে খোলা হয়েছে। দরজাটা কিন্তু ভাঙেনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি কোর্টে যেটা বলেছেন সেটা অসত্য। কারণ তিনি কোনও প্রমাণ দেখাতে পারেননি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা থানার কেউ তার ওপর অত্যাচার করেছে। থানায় সিসিটিভি ফুটেজ রয়েছে সেখানেও আমরা কোনও আলামত খুঁজে পাইনি।

'আর আমাদের যিনি কোর্ট ইন্সপেক্টর তিনি খুব সুন্দরভাবে এটার জবাব দিয়েছেন। তিনি বলেছেন, মাননীয় আদালত, যেই সাদা পোশাক পরে উনাকে ধরে আনা হয়েছে সেই সাদা পোশাক এখনও উনি পরিহিত অবস্থায় আছেন। সেটার কোনও জায়গায় কোনও রকমের দাগ বা আঘাতের চিহ্ন নেই। কাজেই এগুলো সব অসত্য কথা। কোর্টকে আকৃষ্ট করার জন্যই এই কথাগুলো বলা হয়েছিল।

এর আগে শরৎ উৎসবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে যেখানেই থাকবেন বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরবেন। আমরা যে বাঙালি, আমাদের যে একটি ঐতিহাসিক সংস্কৃতি রয়েছে সেটি আমরা তুলে ধরবো।