ফাইন্যান্স কোম্পানি আইনের খসড়া অনুমোদন

অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান বা লিজিং কোম্পানিতে এক পরিবার থেকে দুজনের বেশি পরিচালক হতে পারবে না এবং এক পরিবার থেকে ১৫ শতাংশের বেশি শেয়ার ধারণ করা যাবে না— এমন বিধান রেখে ‘ফাইন্যান্স কোম্পানি আইন ২০২৩’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৩ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

কেবিনেট সচিব জানিয়েছেন, ফাইন্যান্স কোম্পানি আইন ২০২৩ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।  এটি একটি নন-ব্যাংকিং কোম্পানি আইন।

আইনে বলা হয়েছে, যখন একজন ব্যক্তি ইচ্ছাকৃত ঋণ খেলাপি হবে তখন বাংলাদেশ ব্যাংক  সরাসরি তার বা তাদের বিরুদ্ধে মামলা করতে পারবে। এছাড়া তার বিদেশ যাওয়া এবং পরবর্তীতে ব্যবসা করতে পারবেন না। তাকে দুই মাস সময় দেওয়া হবে। এরমধ্যে ঋণ ফেরত না দিলে মামলা হবে তার বিরুদ্ধে। যারা আইন অমান্য করবে তাদেরকে সর্বোচ্চ জরিমানা ৫০ লাখ টাকা দিতে হবে। সর্বনিম্ন জরিমানার পরিমাণ ১০ লাখ টাকা।