দেশে কী পরিমাণ খাদ্যশস্য মজুত আছে, সংসদে জানালেন খাদ্যমন্ত্রী

দেশে সরকার সরকারি খাদ্য গুদামে বর্তমানে ১৬ লাখ ৭৯ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। এর মধ্যে ১৪ লাখ ৩৮ হাজার মেট্রিক টন চাল এবং ২ লাখ ৪১ হাজার মেট্রিক টন গম রয়েছে। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত খাদ্যশস্য মজুতের এই তথ্য জাতীয় সংসদে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের প্রশ্নের জবাবে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সংসদকে খাদ্যমন্ত্রী জানান, দেশে খাদ্য মজুত বর্তমানে সন্তোষজনক। এই মজুত বাড়ানোর জন্য সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক সূত্রে চাল ও গম অভ্যন্তরীণভাবে সংগ্রহ করছে, পাশাপাশি আমদানি কার্যক্রমও গ্রহণ করেছে।

তিনি বলেন, চলতি অর্থবছরের বাজেটে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন গম ও ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে।