ডিসি সম্মেলন শুরু হচ্ছে রবিবার      

বেশি প্রস্তাব সড়ক-মহাসড়কের: মন্ত্রিপরিষদ সচিব

চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে রবিবার (৩ মার্চ)। চলবে ৬ মার্চ পর্যন্ত। এই সম্মেলনে আলোচনার জন্য ৩৫৬টি প্রস্তাব দিয়েছেন বিভাগীয় কমিশনার ও ডিসিরা।

শনিবার (২ মার্চ) বিকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ডিসি সম্মেলনের বিভিন্ন তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

তিনি জানান, চার দিনব্যাপী ডিসি সম্মেলন রবিবার সকাল সাড়ে ১০টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও জানান,  এবারের ডিসি সম্মেলনে মোট ৩০টি অধিবেশন হবে। এর মধ্যে ২৫টি কার্য অধিবেশন। কার্য অধিবেশনগুলো হবে ওসমানী স্মৃতি মিলনায়তনে। বাকি পাঁচটি অধিবেশনের মধ্যে একটি উদ্বোধনী অনুষ্ঠান, একটি জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়, একটি প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, এছাড়াও  দুটি অধিবেশন রয়েছে।

সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, গত বছর (২০২৩) মোট ২১২টি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর মধ্যে স্বল্পমেয়াদি, অর্থাৎ এক বছরের মধ্যে বাস্তবায়নের কথা ছিল— এ রকম সিদ্ধান্ত হয়েছিল ৫২টি,  যার বাস্তবায়নের হার ৮৯ শতাংশ। তিন বছরের মধ্যে বাস্তবায়নের (মধ্যমেয়াদি) জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৯০টি। এগুলোর মধ্যে এখনও পর্যন্ত বাস্তবায়নের হার ৫৯ শতাংশ। আর ৫ বছরের জন্য সিদ্ধান্ত (দীর্ঘমেয়াদি) নেওয়া হয়েছিল ৭০টি প্রস্তাব। এখনও পর্যন্ত এগুলোর বাস্তবায়নের হার ৪৫ শতাংশ।

এবার সবচেয়ে বেশি (২২টি) প্রস্তাব এসেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিষয়ে। এসব বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন সরকারের নীতি-নির্ধারকরা।