X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

বাংলাদেশের প্রতি হোলসিম গ্রুপের অঙ্গীকার পুনর্ব্যক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৫, ১৯:৫১আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৯:৫১

হোলসিম গ্রুপের নির্বাহী কমিটির সদস্য এবং এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার অঞ্চল প্রধান মার্টিন ক্রিগনার বুধবার (৯ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় দেশের সিমেন্ট ব্যবহারের প্রবণতা, শিল্পের পরিবেশগত প্রভাব এবং বাংলাদেশের বাজারে হোলসিমের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

বিশ্বের শীর্ষস্থানীয় সিমেন্ট ও বিল্ডিং ম্যাটেরিয়ালস কোম্পানি হোলসিম বাংলাদেশের লাফারজ হোলসিমের মূল কোম্পানি। কোম্পানিটি সুনামগঞ্জের ছাতকে একমাত্র সমন্বিত সিমেন্ট প্ল্যান্ট পরিচালনা করছে এবং দুই দশকেরও বেশি সময় ধরে দেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে।

ক্রিগনার বলেন, ‘বাংলাদেশে বিশ্বমানের পণ্য উৎপাদনে অব্যাহত সহায়তা প্রদানের জন্য আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ।’

তিনি বলেন যে, ‘সংস্থাটি তার ছাতক কারখানায় জ্বালানি উৎস হিসেবে ‘অ-পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক’ ব্যবহার করে।’ তিনি জোর দিয়ে বলেন, ‘এই প্রক্রিয়াটির কোনও পরিবেশগত প্রভাব নেই। হোলসিম টেকসই প্রযুক্তিতে বিশ্বব্যাপী অগ্রগামী, যা আমরা বাংলাদেশেও স্থাপন করেছি।’

ক্রিগনার আরও বলেন, ‘অন্যান্য দেশে কোম্পানির প্লান্টগুলোতে কোম্পানির কার্বন ক্যাপচার প্রকল্প রয়েছে, যা বাংলাদেশে অনুকরণ করা যেতে পারে।’

বাংলাদেশ অপারেশনসের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক ইকবাল চৌধুরী বিগত বছরগুলোতে দেশে শিল্প খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তবে আগামী দিনগুলোতে উন্নতির প্রত্যাশা করছেন তিনি।

ইকবাল চৌধুরী বাংলাদেশে কোম্পানির সাম্প্রতিক প্রবর্তনের কথা তুলে ধরে বলেন, যা দেশের শত শত মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে বলে তিনি আশা করছেন। 

প্রফেসর ইউনূস লাফার্জ প্লান্টে পুনর্ব্যবহারযোগ্য নয় এমন প্লাস্টিক ব্যবহারের পরিবেশগত প্রভাব সম্পর্কে খোঁজখবর নেন। তিনি আশ্বস্ত হন যে, জ্বালানি হিসেবে প্লাস্টিক ব্যবহারের ফলে এই অঞ্চলে কার্বন নির্গমন হবে না।

প্রধান উপদেষ্টা সরকারের ব্যবসাবান্ধব এবং সরাসরি বিদেশি বিনিয়োগের পক্ষে অবস্থান নিশ্চিত করে দেশে আরও হোলসিম বিনিয়োগকে স্বাগত জানান।

ক্রিগনার বাংলাদেশের বাজারের প্রতি হোলসিমের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং দীর্ঘমেয়াদী ব্যবসায়ী হওয়ার ইচ্ছার ওপর জোর দেন।

সভায় বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ, মুখ্য সচিব সিরাজুদ্দিন সাথী উপস্থিত ছিলেন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
৮ আগস্ট বিশেষ কোনও দিবস হবে না: প্রেস সচিব
ড. ইউনূসের জন্মদিনে কেক পাঠালেন তারেক রহমান
প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকির অভিযোগে একজন গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে