লুলা দা সিলভা ও শেখ হাসিনার দৃষ্টিভঙ্গি একই ধরনের: ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈশ্বিক অভিমত, নীতি ও অগ্রাধিকার, বিশেষ করে উন্নয়ন ও সামাজিক নায্যতার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি একই ধরনের। এর ফলে দুইদেশের মধ্যে সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েরা।

সোমবার (৮ এপ্রিল) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রাজিল ও জি-২০ বিষয়ক এক সেমিনারে তিনি একথা বলেন।

মাওরো ভিয়েরা বলেন, আমি পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে বৈঠক করেছি। সেখানে আমি আন্তর্জাতিক বিভিন্ন এজেন্ডা ও সম্ভাব্য ক্ষেত্র যেমন কৃষি, শিক্ষা, প্রতিরক্ষা, ক্রীড়া ও বাণিজ্য নিয়ে ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা করেছি।

জি-২০ জোটের এ বছরের সভাপতি হচ্ছে ব্রাজিল এবং তিনটি ক্ষেত্রে বাংলাদেশ ওই জোটের সঙ্গে কাজ করতে পারে। সেগুলো হচ্ছে পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত ক্ষেত্র, নারী ক্ষমতায়ন এবং দারিদ্য ও ক্ষুধামুক্ত বিশ্ব তৈরীর জন্য গ্লোবাল এলায়েন্স, তিনি জানান।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন যে গোটা বিশ্বে এখন অনেক চ্যালেঞ্জ রয়েছে এবং ব্রাজিল বিশ্বাস করে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় জি-২০ একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।