দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের একক প্রার্থী ১১ জন

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ১৬০টি উপজেলার মধ্যে তিনটিতে চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে তিনটি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচটি উপজেলায় একক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ ধাপে সর্বমোট ২ হাজার ৫৫ জন প্রার্থী তিনটি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৭৩০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭৬৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৬২ মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

কুমিল্লা আদর্শ সদর ও চট্টগ্রামের রাউজান উপজেলায় তিনটি পদেই একক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়া উপজেলাটি হচ্ছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া। ভাইস চেয়ারম্যানের পদে একক প্রার্থী জমা দেওয়া অন্য উপজেলাটি হচ্ছে রাঙ্গামাটির রাজস্থলী।

মহিলা ভাইস-চেয়ারম্যান একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া অপর তিনটি উপজেলা হচ্ছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া, নারায়ণগঞ্জের আড়াইহাজার ও মৌলভীবাজার সদর।

এবার উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ কোনও দলীয় প্রার্থী মনোনয়ন দেয়নি। নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে মাত্র চারটি দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে। দলগুলো হলো জাতীয় পার্টি (এরশাদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এবং জাতীয় পার্টি (জেপি)। এদের মধ্যে জাতীয় পার্টি তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে এবং একটি উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়ন দিয়েছে।

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ একটি উপজেলায় চেয়ারম্যান পদে, ওর কাজ পার্টি একটি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে এবং জেপি একটি উপজেলায় মহিলা চেয়ারম্যান এবং অপর একটি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছে।