শিক্ষার্থীদের সহায়তার জন্য কিরগিজে যাচ্ছেন বাংলাদেশি রাষ্ট্রদূত

কিরগিজের রাজধানী বিসকেকের পরিস্থিতির উন্নতি হয়েছে এবং সেখানে অবস্থানরত বাংলাদেশী শিক্ষার্থীরা ভালো আছেন বলে জানিয়েছেন রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম।

কিরগিজস্তানে বাংলাদেশ দূতাবাস নেই এবং উজবেকিস্তান থেকে কিরগিজে বাংলাদেশের স্বার্থ দেখাশোনা করেন মো. মনিরুল ইসলাম।

তিনি জানান, আমি কিরগিজে দ্রুত যাওয়ার চেষ্টা করছি এবং সেখানকার পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবো।

রাষ্ট্রদূত আরও জানান, আমাদের সঙ্গে শিক্ষার্থীদের যোগাযোগ অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে বলে তারা আমাদের জানিয়েছে।

শিক্ষার্থীদের চার্টার ফ্লাইটে বাংলাদেশে ফেরত আনার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে কয়েকজন শিক্ষার্থী তাদের আগ্রহের কথা জানিয়েছে। আমরা বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানাবো।