গুলিবিদ্ধ দুই শিবিরকর্মী আটক

গ্রেফতারমিছিল নিয়ে বের হয়ে গাড়ি ভাঙচুরের চেষ্টার সময় ইসলামী ছাত্র শিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিদ্ধেশ্বরী এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিলের রায় ঘোষণার পর জামায়াত-শিবিরের ২০-২৫ জন সদস্য রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করে। এসময় তারা রাস্তায় গাড়ি ভাঙচুরের চেষ্টা করে।
ওই সময় রমনা থানা পুলিশ মিছিলকারীদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশও আত্মরক্ষার্থে শটগানের গুলি ছোড়ে। এতে সাত-আট জন জামায়াত-শিবিরকর্মী গুলিবিদ্ধ হয়।
রমনা থানার এসআই মুহাম্মদ আসলাম উদ্দিন জানান, গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যান সুমন নামের এক শিবিরকর্মী। সেখান থেকে তাকে আটক করা হয়। এছাড়া কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে গুলিবিদ্ধ আল-আমিনকে আটক করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
/জেইউ/এফএস/