আজ ঈদুল আজহা, মুসলিমদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব কোরবানির ঈদ। রাজধানীসহ সারা দেশে দিনটি শুরু হয়েছে জামাতে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে। ধনী-গরিব, দোস্ত-দুশমন সব ভেদাভেদ ভুলে এক কাতারে নামাজে শরিক হয়ে ঈদের মাহাত্ম্য ছড়িয়ে দেন মুসল্লিরা।
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান দুটি ঈদ জামাত। সোমবার (১৭ জুন) সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পড়ানো হয় ঈদের প্রথম জামাত। হাজারো মুসল্লি এতে অংশ নেন। এরপর সাড়ে ৭টার দিকে দিনের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ ময়দানে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা শ্রেণি-পেশার মুসল্লিরা এতে অংশ নেন। নামাজ শেষে বুকে বুক মিলিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সবাই ছড়িয়ে দেন ভার্তৃত্বের মহিমা।