X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

‘ঈদকে সামনে রেখে হাইওয়েতে চাঁদাবাজি বরদাশত করা হবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৫, ১৯:৪০আপডেট : ১২ মে ২০২৫, ১৯:৪০

কোরবানির ঈদকে সামনে রেখে হাইওয়েতে কোনও ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, আমাদের চেষ্টা থাকবে, চাঁদাবাজি কমিয়ে আনা। হাইওয়ে পুলিশকে বলে দেওয়া হয়েছে, রাস্তায় যাতে কোনও ধরনের চাঁদাবাজি না হয়। কোনও পয়েন্টে চাঁদাবাজি হলে তারা দ্রুত ব্যবস্থা নেবে। কোথায় চাঁদাবাজি হয় সেটা জানানোর জন্য সাংবাদিকদের কাছেও অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

সোমবার (১২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যাত্রীরা যাতে ঈদের সময় নির্বিঘ্নে গন্তব্যে যেতে পারেন। রমজানের ঈদের চেয়ে এই ঈদে একটু পার্থক্য আছে। এই ঈদে একদিকে যাবে মানুষ, অন্যদিক থেকে গরুর ট্রাক আসতে থাকবে। এ জন্য বেশিরভাগ সময় রাস্তা ব্যস্ত থাকবে। সেটা নজরদারী করার জন্যেও হাইওয়ে পুলিশকে বলে দেওয়া হয়েছে।

তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকদের বেতন ঈদের আগে পরিশোধ করে দিতে হবে মালিকদের। যারা বেতন পাওয়ার যোগ্য, তাদের বেতন পরিশোধ করে দিতে হবে। তাদের বৈধ দাবি মালিকদের অবশ্যই মেনে নিতে হবে। আর অবৈধ দাবি নিয়ে যদি রাস্তায় কেউ নামে তাদের সেটা করতে দেওয়া হবে না। অবৈধ কোনও দাবি কোনও অবস্থাতেই বরদাশত করা হবে না।

ঈদে গরুর হাট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোরবানির ঈদে টাকা-পয়সা ছিনতাই হয়। মলম ও অজ্ঞান পার্টি সক্রিয় থাকে। সে জন্য প্রতি গরুর হাটে মানুষের নিরাপত্তার জন্য আনসারের কমপক্ষে ১০০ সদস্য রাখতে হবে। যেন তারা হয়রানির শিকার না হন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে প্রচুর গবাদি পশু আছে। এ জন্য সীমান্ত দিয়ে যাতে কোনও ধরনের গবাদি পশু দেশে ঢুকতে না পারে সে জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। বিজিবিও সতর্ক আছে। যাতে কোরবানির ঈদকে কেন্দ্র করে কোনও গবাদি পশু না ঢুকতে পারে।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
ঈদে ২০০ টাকা অতিরিক্ত ভাড়া দাবি বাস মালিকদের
সড়ক-মহাসড়কে পশুর হাট নয়, নজরদারি বাড়ানোর নির্দেশ
গেজেটের নির্দেশনা অনুযায়ী আ.লীগের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
সর্বশেষ খবর
নিরাপত্তা দিতে না পারলে নারীর বিকাশ ঘটবে না: শারমীন মুরশিদ
নিরাপত্তা দিতে না পারলে নারীর বিকাশ ঘটবে না: শারমীন মুরশিদ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ে শুরু বাংলাদেশের 
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ে শুরু বাংলাদেশের 
আওয়ামী লীগের ৫ ইউপি সদস্যকে ধরে পুলিশে সোপর্দ
আওয়ামী লীগের ৫ ইউপি সদস্যকে ধরে পুলিশে সোপর্দ
মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন
মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন
সর্বাধিক পঠিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র