সুন্দরবনের শ্যালা নদীতে কয়লাবাহী জাহাজডুবি

ফাইল ছবিএবার পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের তাম্বুলবুনিয়া এলাকায় শ্যালা নদীতে কয়লাবাহী জাহাজডুবির ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় ‘এমভি সী হর্স-১’ নামের কয়লাবাহী এই লাইটার জাহাজটি ডুবে যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেছে কিনা তা বন বিভাগ নিশ্চিত করে জানাতে পারেনি।
সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও সাইদুল ইসলাম বলেন,ঢাকা থেকে কয়লাবাহী এমভি ‘সী হর্স-১’ নামের একটি লাইটারেজ  জাহাজ বাগেরহাটের শরণখোলার বলেশ্বর নদী হয়ে সুন্দরবনের মধ্য দিয়ে খুলনার উদ্দেশ্যে যাওয়ার সময় শনিবার বিকাল ৫টার দিকে তাম্বুলবুনিয়া ক্যাম্পের কলামূলা এলাকার শ্যালা নদীতে ডুবে যায়। শ্যালা নদীর ওই এলাকায় একটি ডুবন্ত লঞ্চের মাস্তুলে আঘাত লেগে এই জাহাজটি ডুবতে পারে বলে ডিএফও জানান।
ওই লাইটারেজ জাহাজে কি পরিমাণ কয়লা,জ্বালানি তেল ও কতজন ক্রু রয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উল্লেখ্য,২০১৪ সালের ৯ ডিসেম্বর পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকারডুবির ঘটনা ঘটে। এতে ব্যাপকভাবে হুমকির মুখে পড়ে সুন্দরবনের জীববৈচিত্র্য।

 

এমপি/ এমএসএম