বাংলাদেশে জিকা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত

জিকাবাংলাদেশে জিকা ভাইরাসে আক্রান্ত একজন রোগীর সন্ধান পাওয়া গেছে। তবে তার নাম প্রকাশ করা হয়নি। চট্টগ্রামের বাসিন্দা একজন পুরুষের রক্তের নমুনায় এই জিকা ভাইরাস মিলেছে। তবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন এতে আতংকিত হওয়ার কিছু নেই।
জানা গেছে, দুই বছর আগে চট্টগ্রামের ওই পুরুষ (৬৭) রোগীর রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছিল  অন্য রোগের পরীক্ষার জন্য। এরপর বিশ্বজুড়ে জিকা ভাইরাস নিয়ে আতঙ্ক তৈরি হলে অন্য কয়েকজনের রক্তের নমুনার সঙ্গে তার রক্তও জিকা ভাইরাসের পরীক্ষার জন্য জাতীয় রোগ পর্যবেক্ষণকারী সংস্থা আইইডিসিআর-এ পাঠানো হয়। এবার পরীক্ষায়।
প্রমাণিত হয় যে, তার রক্তে জিকা ভাইরাস রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন ওই ব্যক্তি বর্তমানে সুস্থ্য রয়েছেন।
মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে  স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচাপলক দীন মোহাম্মদ নূরুল হক। প্রতিমন্ত্রী জানান, ওই রোগীর পরিবারের সদস্যসহ আশপাশের ১৫৯ নারী ও পুরুষের  রক্তের নমুনাও পরীক্ষা করা হয়েছে, তবে তাদের রক্তে কোন ভাইরাস পাওয়া যায়নি।
প্রতিমন্ত্রী আরও বলেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।


জেএ/এপিএইচ/