পুলিশের হাতে মারণাস্ত্র না রাখার সিদ্ধান্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশের হাতে মারণাস্ত্র না রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে সেটা কী ধরনের মারণাস্ত্র সে ব্যাপারে গঠিত কমিটি পরে বিস্তারিত জানাবে। 

সোমবার (১২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। পুলিশের মারণাস্ত্র বিষয়টি ছাড়াও অন্যান্য কিছু বিষয় নিয়ে কাজ করবে এ কমিটি। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের হাতে যেসব মারণাস্ত্র আছে, সেগুলো তাদের জমা দিয়ে দিতে হবে। তাদের কাছে যেন কোনও মারণাস্ত্র না থাকে। কোনও মারণাস্ত্র পুলিশ সদস্যদের হাতে থাকবে না। কিন্তু পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএনের হাতে সব অস্ত্রই থাকবে। কারণ, এই ব্যাটালিয়নের কাজ অন্যদের চেয়ে আলাদা।