গুমের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান আসিফ মাহমুদের

গুমের মতো অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

মঙ্গলবার (২৭ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান। স্ট্যাটাসের নিচে গুম সপ্তাহের একটি ফটোকার্ডও শেয়ার করেন এ উপদেষ্টা।

ছবিটির ক্যাপশনে আসিফ মাহমুদ লিখেন, গুম কোনও ব্যক্তি নয়, একটি রাষ্ট্রীয় নীরবতা। এই নীরবতা ভাঙতে হবে। গুমের বিরুদ্ধে কথা বলতে হবে। চুপ থাকলে ইতিহাসও ক্ষমা করবে না। গুমের বিরুদ্ধে কথা বলুন।

ফটোকার্ডে  তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগের শাসনামলে ২০০৯ থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশে প্রায় ৬৬৬ জন গুম হয়েছেন। সংখ্যাটি আরও অনেক বড় হতে পারে বলে তার ধারণা।