মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের বিষয়ে জানতে চেয়েছে সরকার

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গত ২৭ জুন ৩৬ জন বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ান কর্তৃপক্ষ। আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই)  পররাষ্ট্র উপদেষ্টা তার দফতরে সাংবাদিকদের  বলেন, ‘মালয়েশিয়ায় বাংলাদেশিদেরকে সন্ত্রাসবাদী সন্দেহে আটক করা হয়েছে। আমরা তাদের কাছে বিস্তারিত জানতে চেয়েছি। আশা করছি, কিছু দিনের মধ্যে জানতে পারবো। তাদের কয়েকজনের বিরুদ্ধে মালয়েশিয়া কর্তৃপক্ষ মামলা করবে। কয়েকজনকে দেশে ফেরত পাঠিয়ে দেবে। বিষয়টি এখনও ফ্লুইড আছে।’ মো. তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশে ফেরত পাঠালে স্বাভাবিকভাবে আমাদের যাচাই করতে হবে, (জঙ্গি) সংগঠনের সঙ্গে তাদের সম্পৃক্ততা কতটুকু। সেটি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।’

বিদেশি ভিসাপ্রাপ্তির ক্ষেত্রে এ ধরনের কর্মকাণ্ড নেতিবাচক প্রভাব ফেলবে কিনা, জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘যেকোনও নেতিবাচক বিষয়ই ভিসাপ্রাপ্তির ক্ষেত্রে প্রভাব ফেলে। ফেলবে না, এটি আমি বলতে পারি না। আমরা যদি সঠিক পদক্ষেপ নেই, তাহলে সেটির প্রভাব কমানো যাবে।’

শেখ হাসিনার প্রত্যাবাসন

ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবাসন না হওয়ার বিষয়ে কোনও আপেক্ষ আছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আক্ষেপ একটি লোডেড টার্ম। কার কতটুকু আক্ষেপ, এটি আমি জানি না। আমরা এভাবে দেখি— আমরা ফেরত আনার জন্য চিঠি দিয়েছি। প্রয়োজনে সেটি ফলোআপ করা হবে। এটুকুই।’