তনু হত্যা: রাজধানীতে প্রতিবাদ বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা

সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে রবিবার সকাল থেকেই রাজধানীতে বিক্ষোভ শুরু হয়েছে। নগরীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী তনু হত্যার প্রতিবাদে মানববন্ধন করছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মসূচি চলছিল। 

আবদুল্লাহ আল মুয়াজ নামের এক শিক্ষার্থী বাংলা ট্রিবিউনকে জানান, তনু হত্যার প্রতিবাদে তারা আজকেই প্রথম কর্মসূচি পালন করছে। এই ঘটনার বিচার না হলে তারা আরও দীর্ঘ কর্মসূচি পালন করবেন। 

শনিবার সকাল ১০টার দিকে তারা প্রতিষ্ঠানের সামনেই কর্মসূচি শুরু করে। এসময় শিক্ষার্থীদের হাতে তনু ধর্ষণের প্রতিবাদ ও হত্যার বিচার চেয়ে নানা ধরনের প্ল্যাকার্ড, ফেস্টুন ছিল। কর্মসূচি চলাকালীন তেজগাঁও থানা পুলিশের একটি টহল টিম দায়িত্বে ছিল। 

জানা গেছে, তনু হত্যার প্রতিবাদে আজ রাজধানীর কয়েকটি সেরকারি বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ কর্মসূচি পালন করবে। 

গত ২০ মার্চ সন্ধ্যায় টিউশনি করে বাসায় ফেরার পথে কুমিল্লা সেনানিবাস এলাকায় পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয় তনুকে। পরে রাত সাড়ে ১০টার দিকে ময়নামতি সেনানিবাস এলাকার পাওয়ার হাউসের পানির ট্যাংকের পাশে তনুর মৃতদেহ খুঁজে পান তার বাবা।

 

/এসটিএস/এসটি/