ইউপি নির্বাচনে কেরানীগঞ্জে দুই পক্ষের গোলাগুলিতে শিশু নিহত


নির্বাচনি সহিংসতায় কেরানীগঞ্জে শিশু নিহত

ইউপি নির্বাচনে ঢাকার কেরানীগঞ্জে প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে ১০ বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুটির নাম শুভ ঘোষ।  তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হযরতপুর ইউনিয়নের মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মো. ফখরুজ্জামান জানিয়েছেন।  
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের জানান,নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের গোলাগুলির মাঝখানে পড়ে শিশুটি মারা যায়।
নির্বাচনি সহিংসতায় কেরানীগঞ্জে শিশু নিহত

হযরতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আয়নাল হোসেন, বিএনপির প্রার্থী নুরুল হক রিপন।
জানা গেছে,কেন্দ্রের বাইরে দুই পক্ষের সমর্থকদের গুলিতে শিশুটি আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। তবে ভোট গ্রহণ চলছে।

এপিএইচ/