আরিফের উপস্থিতিতে কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ, পরবর্তী সাক্ষ্য ৭ এপ্রিল

সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র সদ্য কারামুক্ত আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে বৃহস্পতিবার সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আরও তিনজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। এ নিয়ে এ হত্যা মামলার ১৭১ জন সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার আলী আফসর, জসিম উদ্দিন ও সৈয়দ সুহেল এহসান নামে তিন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান। আদালত সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ আগামী ৭ এপ্রিল নির্ধারণ করেছেন বলে জানিয়েছেন সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর।
তিনি জানান, আরিফ ছাড়াও বৃহস্পতিবার হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নানসহ ১২ জঙ্গিকে আদালতে হাজির করা হয়। তবে, স্বাস্থ্যগত কারণে অনুপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার পক্ষে তার আইনজীবী হাজিরা দেন।
পিপি জানান, কিবরিয়া হত্যা মামলার ৩২ আসামির মধ্যে আটজন জামিনে, ১৪ জন কারাগারে ও ১০ জন পলাতক রয়েছেন।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। হামলায় নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। ২০১৫ সালের  ১৩ সেপ্টেম্বর ৩২ আসামির বিরুদ্ধে কিবরিয়া হত্যা মামলার চার্জ গঠন করা হয়।

 /বিটি/ টিএন/