তনু হত্যার বিচার দাবি

শিক্ষার্থীদের ডাকা ধর্মঘটের সমর্থনে ছাত্র ফেডারেশনের মশাল মিছিল

ধর্মঘটের সমর্থনে ছাত্র ফেডারেশনের মশাল মিছিলসোহাগী জাহান তনুর ধর্ষক ও হত্যাকারীদের শনাক্ত করে অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে গত মঙ্গলবার শাহবাগ থেকে শিক্ষার্থীরা রবিবার ধর্মঘট পালনের ডাক দেন। শিক্ষার্থীদের ডাকা  রবিবারের ধর্মঘট সফল করার আহ্বান জানিয়ে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। মশাল মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে পাবলিক লাইব্রেরি হয়ে শাহবাগ মোড় প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে শেষ হয়।  
ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সৈকত মল্লিকের সভাপতিত্বে মশাল মিছিল-পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি আল জাহিদ, সহসাধারণ সম্পাদক উৎসব মোসাদ্দেক, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, সমাজকল্যাণ সম্পাদক সাদিক রেজা, রাজনৈতিক শিক্ষাবিষয়ক সম্পাদক জাহিদ সুজন, ঢাবি শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজির, ঢাকা মহানগর শাখার সভাপতি রায়হান তাহরাত লিয়ন ও ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক কাকন বিশ্বাস।
সভাপতির বক্তব্যে সৈকত মল্লিক বলেন, শাসকদের রাজনৈতিক প্রভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে এবং বিচারহীনতার সংস্কৃতি জনগণের সার্বিক নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে। সারাদেশে ধর্ষণ, হত্যা, সন্ত্রাস, লুটপাটের ঘটনা দিনদিন বেড়েই চলছে। সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে।
/এসটিএস/এমএনএইচ/