মৃত্যুদণ্ডের রায় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ তৃতীয়: অ্যামনেস্টি

দেশে দেশে মৃত্যুদণ্ডের সংখ্যা
মৃত্যুদণ্ডের রায় দেওয়ার ক্ষেত্রে বিশ্বের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। আর রায় কার্যকরের দিক থেকে অবস্থান চৌদ্দ নম্বরে। ২০১৫ সালে বাংলাদেশে ১৯৭টি মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। তবে কার্যকর হয়েছে মাত্র চারটি। মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

২৫ বছরের মধ্যে ২০১৫ সালে বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বলেও জানিয়েছে অ্যামনেস্টি।

অ্যামনেস্টির হিসাবে ২০১৫ সালে ৬১টি দেশে অন্তত ১৯৯৮টি মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। আর ২৫টি দেশে ১৬৩৪টি মৃত্যুদণ্ড কার্যকরের খবর পাওয়া গেছে।

মৃত্যুদণ্ডের রায় দেওয়া ও কার্যকর করা, দুই ক্ষেত্রেই শীর্ষে রয়েছে চীন। গতবছর দেশটিতে সর্বোচ্চ এই দণ্ডের এক হাজার রায় দেওয়া হয়েছে। সেখানে কয়েক হাজার লোককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তা গোপন রাখা হয়েছে বলে দাবি করছে অ্যামনেস্টি।

মৃত্যুদণ্ডের রায়ের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশর। দেশটিতে গতবছর ৫৩৮টি মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে।
অ্যামনেস্টির হিসাবে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে ইরান, পাকিস্তান ও সৌদি আরবে। সারা বিশ্বের ৯০ শতাংশ মৃত্যুদণ্ডই কার্যকর হয়েছে এই তিনটি দেশে।

যুক্তরাষ্ট্র এই তালিকায় পঞ্চম অবস্থানে আছে।

২০১৪ সালের চেয়ে ২০১৫ সালে অন্তত ৫০ শতাংশ বেশি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলেও জানায় সংস্থাটি। ২০১৪ সালে এক হাজার ৬১টি মৃত্যুদণ্ড কার্যকর হয়।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৫ সাল পর্যন্ত মৃত্যুদণ্ডের আইন বাতিল করা দেশের সংখ্যা ১০২টি।

/এফএস/এজে/