সীমিত পরিসরে পাথর ছোড়াছুড়ি! (ভিডিও)

প্রথমে দেখলে ভাববেন নির্ঘাৎ দুই বিরোধী রাজনৈতিক দলের ধাওয়া-পাল্টা ধাওয়া হচ্ছে। সত্যটা হলো- এটা একটা উৎসব। আরও খোলাসা করে বললে, এটা ধর্মীয় উৎসব!

ঢিল ছোড়াছুড়ির এ মহারণ দেখতে (নিরাপদ দূরত্বে থেকে) যেতে হবে ভারতের উত্তরাখন্ডে।  উৎসবের নাম ‘বাগওয়াল’। বাগওয়াল-এর কাজ একটাই, দুই দল ভাগ হয়ে ঢিল-পাথর ছোড়াছুড়ি।

পাথর থেকে গা বাঁচাতে আছে বাহারি সব ঢাল

স্পেনে ঘটা করে টমেটো ছুড়ে পালন করা হয় টোমাটিনা উৎসব। ওতে কেউ বিশেষ আহত হয় না। কিন্তু বাগওয়াল-এ আহত হওয়াটাই মোক্ষ! যে যত আহত হবে তার ওপর নাকি ততই তুষ্ট হবেন দেবী বারাহি। এমন বিশ্বাস যাদের পোক্ত, তারা কী আর ঢিল-পাথরের পরোয়া করবেন?

এমনকি ওরা তো ভারতের উচ্চ আদালতের রায়কেও তো পরোয়া করবেন না। কারণ ভারতের হাই কোর্ট কয়েক বছর আগেই রায় দিয়েছিল, এ উৎসবে ইট-পাথর ব্যবহার চলবে না। এর পরিবর্তে ফল কিংবা ফুল ছোড়াছুড়ি করুন।

কে শোনে কার কথা। করোনার এই ক্রান্তিকালে ‘দেবীর আশীর্বাদের’ আশায় হা-পিত্তেশ করতে থাকা লোকগুলো তাই গত ২২ আগস্টে হাতে তুলে নেয় ঢিল, পাথর এটা-সেটা। ফলস্বরূপ মারাত্মক আহত ৭৭ ও সামান্য আহত তিন শতাধিক। ওই ৭৭ জনকে আবার হাসপাতালেও ভর্তিও করাতে হয়েছিল।

স্থানীয় প্রশাসন আবার কোভিড-১৯ নিয়ে বেশ সচেতন থাকায় গণহারে সবাইকে উৎসবে নামতে দেয়নি। বলা হলো, পাথর ছুড়ুন, তবে সীমিত পরিসরে। তাই এবারের উৎসবের স্থায়ীত্ব ছিল মাত্র সাত মিনিট। অবশ্য এর বেশি সময় চললে পরে দেখা যেতো প্রাণও হারাতে হয়েছে কাউকে না কাউকে।

 

দেখুন বাগওয়াল-এর কাণ্ড

 

সূত্র: ইন্ডিয়া টুডে