করোনা থেকে বাঁচতে ম্যারাথন টিকা!

একই দিনে দুই ডোজ টিকা নেওয়ার ঘটনায় কদিন বেশ সরগরম ছিল দেশের গণমাধ্যম। এবার এক ব্রাজিলিয়ানের খবর শুনে চোখ কপালে উঠবেই। রাজধানী রিও ডি জেনেইরোর ওই বাসিন্দা চান না করোনাভাইরাস কোনোভাবেই তার নাগাল পাক। এ জন্য ১০ সপ্তাহের ব্যবধানে তিনটি ভিন্ন প্রতিষ্ঠানের পাঁচ ডোজ টিকা নিয়েছেন তিনি!

এ বছরের মে থেকে শুরু হয় নাম না জানা ওই লোকের ‘টিকা অভিযান’। এরপর গোটা জুনে নিয়েছেন একের পর এক টিকা। তার টিকার এ ম্যারাথন ধরা পড়ে এ মাসের শুরুর দিকে-ষষ্ঠ ডোজ নেওয়ার সময়!

ব্রাজিলের গণমাধ্যমগুলো জানিয়েছে, তিনি প্রথমে নেন ফাইজারের টিকা। পরে নেন অ্যাস্ট্রাজেনেকার। এরপর নেন করোনাভ্যাক ও পরে আবার নেন ফাইজার ও করোনাভ্যাক। এর মাঝে আবার করোনাভ্যাকের প্রথম ডোজ হিসেবে যেটা নেওয়ার কথা ছিল, সেটা নিয়েছেন সবার শেষে। ষষ্ঠ ডোজ হিসেবে তিনি কোন টিকাটি নিতে চেয়েছিলেন তা অবশ্য জানা যায়নি।

টিকাদানকারীরা প্রথমে ভেবেছিলেন অনলাইন প্লাটফর্মে বুঝি কোনও সমস্যা হয়েছে। সমস্যাটা নিবন্ধনকারীর নাকি সফটওয়্যারের তা নিয়ে ব্রাজিল কর্তৃপক্ষ শুরু করেছে তদন্ত। সর্বশেষ খবরে জানা গেলো, পাঁচ ডোজ নেওয়া ওই ব্রাজিলীয় সুস্থই আছেন।