বিলাসি ব্র্যান্ডে ছেঁড়াফাটা সোয়েটার, দামটা?

স্পেনের নামকরা ফ্যাশন ব্র্যান্ড বালেনসিয়াগা। ব্যবসা করছে একশ’ বছরেরও বেশি সময়। এতদিনে এসে বুঝি মতিভ্রম হলো ওদের। সম্প্রতি ফ্যাশন ব্র্যান্ডটি বের করেছে একটি নতুন সোয়েটার। একশ ভাগ ভার্জিন উল দিয়ে তৈরি সোয়েটারটার সমস্যা একটাই- দেখতে একবারে ছেঁড়াফাটা। গায়ে চাপালে মনে হবে, লোকটার বুঝি বাড়িঘর নেই, নেই আয় রোজগার। তাই বলে দামটা? গুনে গুনে এক লাখ ২৩ হাজার টাকা দিতে হবে ‘চালচুলোহীন’ এ সোয়েটারের জন্য।

এ সোয়েটার গায়ে চাপিয়ে দরিদ্র সাজার চেষ্টা করছে অনেকে

কেন এমন সোয়েটার বানালো বালেনসিয়াগা? উত্তরে প্রতিষ্ঠানটি, অনেকেই আছেন যারা ধনী হলেও নিজেকে গরিবি হালে উপস্থাপন করতে চান। এমন চালচলনে অনেকে নাকি এক ধরনের আনন্দও খুঁজে পান। তারা ওই লোকগুলো যাতে একটু ভালো কিছু গায়ে চাপিয়ে দরিদ্র সাজতে পারেন, তাদের জন্যই ‘ডেস্ট্রয়েড ক্রুনেক’ নামের এ সোয়েটার।

ইতোমধ্যে দারিদ্র্যকে উপহাস করা এ সোয়েটার কিনে অনেকে ইনস্টাগ্রামে ছবিও দিচ্ছে। ক্যাপশনে লিখে দিচ্ছেন, ‘দরিদ্র হলে আমাকে দেখতে যেমন লাগবে।’ অনেকে আবার দাম দেখে ঝাল ঝাড়ছেন টুইটারে। কেউ বলছেন, ব্যাটারা কোনও গুহা থেকে পাঁচ শ’ বছর আগের সোয়েটারটা বের করে এখন বিক্রি করার ধান্ধায় নেমেছে।