এ কবুতর শুধু ডিগবাজিই দেয় (ভিডিও)

এক জাতের সঙ্গে আরেক জাতের মিশ্রণে কবুতরের তৈরি হয়েছে হরেক প্রজাতি। কিন্তু সাধারণ বৈশিষ্ট্য সবারই এক। সবাই কমবেশি উড়তে পারে। কিন্তু পার্লার রোলার জাতের এ কবুতর একটা কাজই জানে, সেটা হলো উল্টো ডিগবাজি দেওয়া। ইংরেজিতে যাকে বলে ব্যাকফ্লিপ। ওড়ার প্রতি বিন্দুমাত্র আগ্রহ নেই এদের।

কেউ জানে না পার্লার রোলার জাতের জন্ম ঠিক কোন কোন জাত থেকে এসেছে। তবে যত পার্লার রোলার দেখা গেছে, প্রায় প্রত্যেককেই দেখা গেছে ব্যাকফ্লিপ দিয়ে যেতে, যতক্ষণ না ওরা ক্লান্ত হচ্ছে।

পাখি বিশেষজ্ঞদের মতে উনিশ শতরে মধ্যভাগে স্কটল্যান্ডে প্রথম এ জাতের কবুতরের জন্ম হতে পারে। ওই সময় মাটিতে গড়াগড়ি খেতে পছন্দ করে এমন কোনো একটি জাতের কবুতরের সঙ্গে অন্য জাতের ক্রস-ব্রিডিং ঘটিয়ে এ জাতের উদ্ভাবন করে থাকতে পারেন কেউ।

পার্লার রোলার দেখতে সাধারণ কবুতরের মতোই। উল্টো ডিগবাজি খাওয়াটা তাদের কাছে স্বাভাবিক আচরণের মতোই। কারণ তাদের পাখা কিংবা শরীরে কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি। এমনকি এটা তাদের কোনো রোগও নয়। পাখি বিশারদরা বলছেন, এ কবুতর ‘চাইলে’ উড়তে পারবে, কিন্তু তাদের ওই চাওয়ার ক্ষমতাটাই নেই। কিন্তু উল্টো ডিগবাজি খেয়ে অনায়াসে তারা চলে যায় কয়েক শ’ ফুট। এমনকি একনাগাড়ে ৬৬২ ফুট যাওয়ার রেকর্ডও আছে একটি পার্লার রোলারের।