সবচেয়ে দুষ্প্রাপ্য ফুল

নাম তার মিডলমিস্ট রেড। রঙটা কিন্তু লাল নয়, গোলাপি। আবার গোলাপের মতো মনে হলেও বেশ খানিকটা অমিলও আছে। বলা হয়, পরিচিত ফুলগুলোর মধ্যে এটিই সবচেয়ে দুষ্প্রাপ্য। পৃথিবীর মাত্র দুটো জায়গায় পাওয়া যাবে এটি-নিউ জিল্যান্ড ও যুক্তরাজ্য।

১৮০৪-০৫ সালের দিকে চীনে এ ফুল প্রথম আবিষ্কার করেন জীববিজ্ঞানী জন মিডলমিস্ট। তার নামেই রাখা হয় ফুলের নাম। কিন্তু আঁতুরঘর চীন থেকেই ধীরে ধীরে হারিয়ে যায় ফুলটি। পরে এটাকে বিশেষভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। এখন বেশ কিছু মিডলমিস্ট আছে ইংল্যান্ডের চিসউইক হাউস অ্যান্ড গার্ডেনস-এ। আর আছে নিউ জিল্যান্ডের ওয়েইটাংগি শহরের ট্রিটি হাউসে।

ফুলপ্রেমীরা হা-পিত্যেশ করেন, আহা যদি একখানা ডাল পাওয়া যেতো! তবে বিশেষ অনুরোধ ও বিশেষ দামে মিডলমিস্টের ডাল দেওয়া হয়েছে কয়েকটি দেশকে। এর মধ্যে সৌদি আরবের রিয়াদে অবস্থিত রাফাল ভবনেও গেছে এর একটি ডাল। যা থেকে ইতোমধ্যে শেকড় গজিয়েছে বলেও জানা গেছে।

এখন এ ফুলগাছের একটি ডালের দাম ঠিক জানা না গেলেও শ’ খানেক বছর আগে বিক্রি হতো প্রায় ৪৪০০ ডলারে (প্রায় তিন লাখ ৮৭ হাজার টাকা)।