অপারেশন থিয়েটারে কাঁদলেই...

ঘটনা আমেরিকার একটি হাসপাতালের। একটি আঁচিলের অস্ত্রোপচার করতে গিয়েছিলেন মিজ নামের এক নারী। ছুরি-কাঁচিতে ভীষণ ভয় তার। যতই চেতনানাশক দেওয়া হোক না কেন, মাস্ক পরা ডাক্তার আর নার্সদের হাঁটাচলা দেখেই বেচারি হয়ে যান নার্ভাস। কেঁদে ওঠেন ফুঁপিয়ে। তা দেখে ডাক্তাররা বেশ বিরক্তই হয়েছেন বলা যায়, তা না হলে কান্নাকাটির জন্য আলাদা করে ১১ ডলার চার্জ করে বসবেন কেন!

ঘটনা প্রকাশ করে হাসপাতালের বিলের কপি টুইটারে শেয়ার করতেই ভাইরাল হয়ে যায় সেটা। ছি ছি করে ওঠে সবাই। মার্কিন হেলথকেয়ার সিস্টেম নিয়ে আগে থেকেই যারা শাপ শাপান্ত করে আসছিলেন, তারাও পেয়ে গেলেন মওকা। মিজের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কেউ লিখলেন, ‘কদিন পর দেখা যাবে শ্বাস নেওয়ার জন্য ১ ডলার, কথা বলার জন্য ৫ ডলার, দাঁড়ালে ১০ ডলার, নিজের অস্তিত্বের ফি ২ ডলার এসবও গুনতে হবে।’

আরেকজন লিখলেন, ‘আমেরিকার সেরা আবিষ্কারগুলোর মধ্যে একটা হলো রোগীর চিকিৎসার নামে টাকা খসানোর হাজারো উপায় খুঁজে বের করা।’

 

সূত্র: এনডিটিভি