হাত হারিয়েছেন, স্বপ্ন নয়

২০০৬ সালে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই হাত হারান পোল্যান্ডের বারতেক ওস্তালোস্কি। বয়স তখন ২০ বছর। স্বপ্ন ছিল আন্তর্জাতিক মানের কার রেসার হবেন। কিন্তু দুহাত হারিয়ে যেখানে গাড়ি চালানোর কথাই ভাবা যায় না, সেখানে চালাবেন স্পোর্টস কার! অবশ্য স্বপ্নের কাছে বশ্যতা স্বীকার করলো ‘অসম্ভব’ শব্দটি। বারতেক এখন ট্র্যাকে নিয়মিত রেসিং কার চালাচ্ছেন। এক পায়ে সামলাচ্ছেন স্টিয়ারিং হুইল, অন্য পায়ে অ্যাকসিলারেটর ও ব্রেক।

‘দুর্ঘটনার পর একটা সমাধান খুঁজছিলাম। পোল্যান্ডের এমন একজনের কথা শুনেছিলাম, যার দু’হাত নেই। এও শুনলাম সে নাকি অবলীলায় রাস্তায় গাড়ি চালাচ্ছে পা দিয়ে। তার সঙ্গে দেখা করতেই আমার স্বপ্নটা প্রাণ ফিরে পেয়েছিল।’ বিজনেস ইনসাইডারকে জানালেন বারতেক।

এরপর চলে টানা তিন বছরের কঠিন প্রশিক্ষণ। নিজের মতো করে সাজিয়ে নেন একটি নিশান স্কাইলাইন জিটি-আর স্পোর্টস কার।

তিন বছরেই পায়ের ওপর ভরসা করে নেমে পড়েন রেসিংয়ে। পোলিশ রেসিং সার্কিটে মোটামুটি নিজের একটা অবস্থানও তৈরি করেন বারতেক ওস্তালোস্কি। এরপর কার রেসিংয়ের কঠিন চ্যালেঞ্জ খ্যাত ড্রিফ রেসিংয়েও নাম লেখান। হাতওয়ালা চালকরাই যে রেসিংয়ে হিমশিম খান, সেখানে বারতেক পা দিয়ে ড্রিফটিংও শিখে ফেললেন তরতর করে। ২০১৯ সালে আন্তর্জাতিকভাবে খ্যাত পোলিশ ড্রিফটিং চ্যাম্পিয়নশিপ-এ ৫০ জনের মধ্যে হলেন নবম। তার আগে আন্তর্জাতিক চেক ড্রিফট সিরিজেও হয়েছিলেন চ্যাম্পিয়ন।